Know eveything

সাধারণ জ্ঞান -২০২১

১/ ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?

উওর-প্রলয়োল্লাস 



২/মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,

 মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

 এই সূর্য্য করে এই পুষ্পিত কাননে

 জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই!
 
উক্ত কবিতার লেখক কে এবং কোন কবিতা?  


উওর -রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাণ কবিতা। 


৩/উনবিংশ শতাব্দীর বাঙালি সমাজ ও বাংলা নাটক (গবেষণা প্রবন্ধ) লেখক  কে? 

উওর -ড.নীলিমা ইব্রাহিম। 


৪/শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড কয়টি? 

উওর-১৩ টি।


৫/‘রৈবতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’-এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?

উওর-নবীনচন্দ্র সেন।


৬/মুসলিম রেনেসাঁর কবি কে?
 
উওর-ফররুখ আহমেদ।


৭/উনবিংশ শতাব্দীর বাঙালি সমাজ ও নাটক 
প্রবন্ধের লেখক কে?

উওর- ড.নীলিমা ইব্রাহিম। 


৮/ইউসুফ জুলেখা কাব্যে কোন মুসলিম স্ততি আছে?

উওর-মধ্যযুগীয়।


৯/‘বাশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশবি গোধন লইয়া গোয়াল ঘরে।’ এটি কোন কবির রচনা?

উওর-কবি গোবিন্দ চন্দ্র দাশ।


১০/বাংলা সাহিত্যে 'লীলাময়' ছদ্মনামটি কার? 

উওর- অন্নদাশঙ্কর রায়। 



১১/বাংলা সাহিত্যের কোন সাহিত্যিকের সাহিত্যকর্ম ফ্রয়েডীয় তত্ত্ব দ্বারা প্রভাবিত?

উওর-মানিক বন্দ্যােপাধ্যায়। 




No comments:

Post a Comment

Fashion

Business/feat-big

Comments

3/Sports/post-list

Recent Post

recent/hot-posts

Travel

2/Photography/grid-big